সিলেটে বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক উৎসব অনুষ্ঠিত
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব-২০২৫ সিলেট জেলা পর্বে অংশ নিতে শনিবার সকাল থেকে অনুষ্ঠানস্থল নগরীর জিন্দাবাজার এলাকার সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে হাজির হন বিতার্কিকরা।
উৎসবের উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রো-ভিসি অধ্যাপক ড. সাজেদুল করিম। এ সময় তিনি বলেন, বিজ্ঞানের যাত্রা কখনও থামবে না, এটা থামার বিষয় নয়। এটা থামলে আমাদের এগিয়ে যাওয়া থেমে যাবে।
সমকাল সিলেট ব্যুরো প্রধান মুকিত রহমানীর পরিচালনায় বক্তব্য দেন সমকাল সুহৃদ সমাবেশ সিলেটের সভাপতি তামিম রহমান চৌধুরী। দিন শেষে বিকেলে চূড়ান্ত ম্যাচে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বর্ডারগার্ড পাবলিক স্কল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা হন চ্যাম্পিয়ন দলের দলনেতা প্রজ্ঞা সরকার।
বিজ্ঞান উৎসবে চ্যাম্পিয়ন ও রানার আপ দল ছাড়াও অংশ নেন সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে, স্কলার্সহোম মেজর টিলা ও শাহী ঈদগাহ ক্যাম্পাস, সিটি মডেল স্কুল, দি এইডেড হাইস্কুল ও নলেজ গার্ডেন স্কুল অ্যান্ড কলেজের বিতার্কিকরা। বিকেলে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।
সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। বক্তব্য দেন স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলু ও সুহৃদ সমাবেশের সহ-সাধারণ সম্পাদক মাফরুহা আলম মুন। বিচারক ছিলেন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সভাপতি মণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, শাবিপ্রবি ডিবেটিং সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক রাইতা বিনতে আহসান ও সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত আদিবা।
উৎসবে সহযোগিতায় ছিলেন সমকাল সিলেটের স্টাফ ফটো সাংবাদিক ইউসুফ আলী, সুহৃদ সমাবেশ সিলেটের সাধারণ সম্পাদক মো. এহসান মাজিদ সাদী, সহ-সভাপতি দুর্জয় রায়, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী, সদস্য আরিফ হোসাইন, তানিয়া আক্তার, তাহসিনা রিমা, মুনিরা রহমানী মাহা, আহমদ আদিলা তোবা প্রমুখ।