শেখ হাসিনা’কে ওয়াশিংটন ডিসিতে বিরোচিত সংবর্ধনার প্রস্তুতি

দৈনিক সিলেট ডট কম
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে : যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাপক অভ্যর্থনা জানানোর প্রস্তুতি চলছে। ২২ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে শেখ হাসিনার ওয়াশিংটন ডিসিতে যাবার কথা। এ উপলক্ষে ৬ সেপ্টেম্বর বুধবার ওয়াশিংটন ডিসি সংলগ্ন ভার্জিনিয়ার স্প্রীংফিল্ডে নিরালা রেস্টুরেন্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেট্রো ওয়াশিংটন আগমণ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ এবং মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং সভা পরিচালনা করেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী বাকী ।
শুরুতেই এম নবী বাকী উপস্থিত নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে সভার প্রেক্ষাপট বর্ননা করেন । উপস্থিত সকলেই দলীয় সভানেত্রী ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’কে প্রাণঢালা অভ্যর্থনা এবং তার ৭০তম জন্মদিনে (২৮ সেপ্টেম্বর) বড় ধরনের একটি সমাবেশ ঘটানোর ওপর মতামত ব্যক্ত করেন। একইসাথে, শেখ হাসিনার এ সফরের সমর্থনে নিজ নিজ অবস্থান থেকে সাধ্যমত সক্রিয় থাকার সংকল্পও ব্যক্ত করেন সকলে।
জাতিসংঘের ৭২তম সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে আসবেন ১৭ সেপ্টেম্বর রোববার অপরাহ্নে। ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় তাঁকে নিউইয়র্কে গণসম্বর্ধনা প্রদান করা হবে। ২১ সেপ্টেম্বর অপরাহ্নে সাধারণ অধিবেশনে বাংলায় বক্তব্য উপস্থাপন করার পরদিন তিনি ভার্জিনিয়ায় যাবেন। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তার ভার্জিনিয়ায় থাকার কথা।
তার এসব কর্মসূচির সমর্থনে ব্যাপক গণসংযোগ শুরু করেছে আওয়ামী লীগ, যুবলীগসহ বিভিন্ন সংগঠন। এর আগে নিউইয়র্কে বড় ধরনের ৩টি সমাবেশ হয়েছে। শেখ হাসিনার সফরের সময়ে বিএনপি-জামাত-শিবিরের যে কোন অপতৎপরতা প্রচলিত রীতি অনুযায়ী প্রতিহত করার সংকল্প ব্যক্ত করে নিজ নিজ মতামত প্রকাশ করেন।
বুুধবারের এ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সহ-সভাপতি আবুল কাসেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ, কার্যকরী কমিটির সদস্য শাহানারা রহমান ।
বক্তাদের মধ্যে আরো ছিলেন গ্রেটার ওয়াশিংটন ডিসি বাংলাদেশ অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলমগীর, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি সাদেক খান, সহ-সভাপতি নুরল আমিন নুরু, সহ-সভাপতি মোহাম্মদ আজম আজাদ, সহ-সভাপতি আনিসুর রহমান মিঠু, সহ-সভাপতি নুরুন নাহার মেরী, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন উর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আবুল হোসেন শিকদার, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সভাপতি রাবিউল ইসলাম রাজু, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি রফিক পারভেজ, সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, দস্তগীর জাহাঙ্গীর, জীবক বড়–য়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান খান, যুবলীগ সভাপতি দেওয়ান মোহাম্মদ আরশাদ বিজয়, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জি আই রাসেল, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম, সহ-সভাপতি মোশারফ হোসেন দুলাল, সাধারণ সম্পাদক মইনুল হাসান তাপস, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর জিয়াউদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক নারায়ন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম জয়, সাংগঠনিক সম্পাদক রোমিও হক, কার্যকরী কমিটির মেম্বার শাহিদা পারভিন লিপি, মেট্রো ওয়াশিংটন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক খিজির আহমেদ টিটু, সহ-সভাপতি উত্তম মন্ডল, যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক সোহেল আহমেদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সর্বজিৎ দাশ তুর্য, যুগ্ম সম্পাদক ইমরান হামিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাশেদ, মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা নবী, সাধারণ সম্পাদক রিফাত শারমিন আহমেদ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সহ-সভাপতি আজিম, যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, ছাত্রলীগের রিফাত হোসেন ।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড.সিদ্দিকুর রহমান সকলের বক্তব্যের সূত্র ধরে বলেন, মেট্রো ওয়াশিংটনে প্রধানমন্ত্রীর সফরকে সর্বাত্মক সফল করতে মেট্রপলিটন এলাকার ৩ কমিটির সমন্বয়েই সবকিছু করা হবে। প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালীন সময়ে ১৯ সেপ্টেম্বর গণসংবর্ধনা এবং অন্যান্য কর্মকান্ডে সকলকে অংশগ্রহন করার আমন্ত্রণ জানান ড. সিদ্দিকুর রহমান। সভায় সিদ্ধান্ত হয় ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রীর প্রোগ্রামের দিন হোটেলের সম্মুখে বর্তমান সরকারের উন্নয়ন-অগ্রগতির সমর্থনে শান্তিপূর্ণ পথ-সমাবেশ হবে ।
স্বল্প সময়ের সিদ্ধান্তে এই প্রস্তুতি সভায় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিই প্রমান করে দিয়েছে সকলে যুক্তরাষ্ট্রের মাটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নিতে উদগ্রীব হয়ে আছেন ।