বাংলাটিভির ব্যুরো প্রধানের দায়িত্ব পেলেন আবু তালেব মুরাদ
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:বাংলাটিভি ইউকে এবং বাংলাদেশ এর সিলেট বিভাগীয় ব্যুরো প্রধানের দায়িত্ব পেলেন সাংবাদিক আবু তালেব মুরাদ। তিনি ১৯৭৮ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত বাংলাদেশ বেতারে নিউজরীলের দায়িত্বে ছিলেন। পরবর্তীতে ১৯৮৯ থেকে ২০০২ সাল পর্যন্ত স্ব-পরিবারে আবুধাবীতে বসবাসরত অবস্থায় বিভিন্ন মিডিয়ার সাথে জড়িত ছিলেন। আবু তালেব মুরাদ ২০০২ সালে লন্ডনে সানরাইজ রেডিও এবং সাপ্তাহিক নতুনদিন পত্রিকায় কর্মরত ছিলেন। একই বছর দেশে প্রত্যাবর্তনের পর থেকে আজবদী স্পেকট্রাম রেডিও ইউকে ও সাপ্তাহিক বাংলা টাইমস ইউকে এর সিলেট ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।
আবু তালেব মুরাদ সাংবাদিকতার পাশাপাশি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট এর পাবলিসিটি সেক্রেটারী, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের আজীবন সদস্য সহ সিলেট ডায়েবেটিক সমিতি এবং লায়ন্স চিলড্রেন হাসপাতালের আজীবন সদস্য হিসাবে সমাজ সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত আছেন। তিনি সুষ্ঠুভাবে কার্জ পরিচালনার ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।