‘জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলনে’ কাব্য জলসা..
দৈনিক সিলেট ডট কম
বিশেষ প্রতিনিধি,নিউইয়র্ক থেকে: তাঁরা তাঁদের কর্মের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন। প্রবাসীরা স্মরণ করলেন তাদের দুই কৃতি ভূমিপুত্রকে। তারা বললেন- আমাদের সন্তানরা আমাদের জন্য আলো রেখে গিয়েছেন।
নিউইয়র্কে জালালাবাদ বিশ্ব সিলেট সম্মেলনে ‘কাব্য জলসা’ অনুষ্ঠানটি উৎসর্গ করা হলো সিলেটের প্রখ্যাত দুই সদ্য প্রয়াত ব্যক্তিকে। বিশিষ্ট সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা সালেহ চৌধুরী এবং নিসর্গসখা-লেখক দ্বিজেন শর্মা’কে স্মরণ করে কবিতা পাঠ করেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত কবিরা।গত ১৬ সেপ্টেম্বর ২০১৭ শনিবার বিকাল সাড়ে সাতটায় নিউইয়র্কের ইয়র্ক কলেজের ‘বরাক’ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় এই কাব্যসন্ধ্যা। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও বুদ্ধিজীবী ডঃ কাজী খলীকুজ্জামান আহমদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডঃ জাহেদা আহমদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সমন্বয়কের দায়িত্ব পালন করেন কবি তমিজ উদদীন লোদী। অনুষ্ঠানের শুরুতেই এই দুই কৃতিব্যক্তিত্বকে দাঁড়িয়ে সম্মান জানান কবিরা।
অনুষ্ঠানে কবিতা ও ছড়া পড়েন,তমিজ উদদীন লোদী, ফকির ইলিয়াস, সাদিয়া চৌধুরী পরাগ, তাজুল ইমাম,শামসাদ হুসাম,শাহীন ইবনে দিলওয়ার, ইশতিয়াক রুপু,ফারহানা ইলিয়াস তুলি,তাহমিনা জামান, সৈয়দ মামুনুর রশীদ, কাজী আতিক, মোখলেসুর রহমান, আহমেদ ছহুল, আনোয়ারুল লাভলু, সৈয়দ আহমদ জুয়েদ, মিনহাজ আহমদ, হাবিব ফয়েজি, মাহমুদা দেওয়ান, সোনিয়া কাদির, সালমা বখত চৌধুরী, মাসুম আহমদ, মামুন জামিল, সেলিনা আখতার,মোস্তফা বাহার,আব্দুস শহীদ,স্বপ্ন কুমার, শামীম চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে কবিতা পড়ার আগে কবি ফকির ইলিয়াস বলেন, বিশ্ব এখন চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। মানবতা আজ খুবই বিপন্ন। রোহিঙ্গাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। এর প্রতিবাদ করা দরকার। বিশ্বব্যাপী সকলের সোচ্চার হওয়া দরকার। ফকির ইলিয়াস বলেন, নিউইয়র্কে ‘মানবতার জন্য কবিতা’- পাঠের জন্য আমি সকল কবিকে ডাক দিয়ে যাচ্ছি।আমাদের সবাইকে মানবতার পক্ষে দাঁড়াতে হবে।এসময় উপস্থিত সকলে তার এই প্রস্তাবের জোর সমর্থন জানান। অক্টোবরের কোনো এক দিন এই কবিতাপাঠ অনুষ্ঠিত হবে।