শারজাহতে ড. খন্দকার মোশাররফের ৭২তম জন্মদিন পালিত

দৈনিক সিলেট ডট কম
হাজী আব্দুল বাছিত:বিএনপির স্থায়ী কমিটির সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী, ভূ-বিজ্ঞানী, খ্যাতিমান লেখক ও গবেষক ড. খন্দকার মোশাররফ হোসেনের ৭২তম জন্মদিন পালন করেছে সংযুক্ত আরব আমিরাত শারজা বিএনপি।
গত সোমবার আরব আমিরাত শারজাহ হোদাইবিয়া রেস্টুরেন্টে, আরব আমিরাত শারজা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শারজা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী করিমুল হককের সভাপতিত্বে ও আজিজুল ইসলাম কিরন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি র, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম রুপু, সাবেক ছাত্রনেতা বেলাল উদ্দিন ,যুবদল নেতা সিজিল আহমেদ,নুরউন্নবী ভুঁইয়া,সালেহ আহমেদ তালুকদার।
আলোচনা সভা শেষে ড. খন্দকার মোশাররফ হোসেনের সু-স্বাস্থ্য, দীর্ঘায়ূ ও দেশবাসী এবং রোহিঙ্গা মুসলিমদের মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
ড. খন্দকার মোশাররফ হোসেন ১৯৪৬ সালের ১ অক্টোবর কুমিল্লার দাউদকান্দি উপজেলার গয়েশপুর গ্রামে এক সম্ভ্রাব্য পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি দাউদকান্দি হাইস্কুল থেকে ১৯৬২ সালে মেট্রিকুলেশন, চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ১৯৬৪ সালে আইএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৮ সালে এমএসসি, ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয়ের ইম্পেরিয়াল কলেজ থেকে এমএসসি, ১৯৭৩ সালে ডিআইসি ডিপ্লোমা এবং ১৯৭৪ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচ.ডি ডিগ্রি লাভ করেন।
১৯৭৫ সালে বিলাত থেকে দেশে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা শুরু করেন এবং পর্যায়ক্রমে অধ্যাপক পদে উন্নীত হন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূ-তত্ত্ব বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
ড. মোশাররফ ১৯৮৬, ১৯৯৬, ২০০৭, ২০১২ ও ২০১৪ সালে গ্রেপ্তার হয়ে বিভিন্ন রাজনৈতিক মামলায় প্রায় ৫ বছর কারাভোগ করেন। ১৯৭৯ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়ে ঢাবির এই মেধাবী শিক্ষক বিএনপিতে যোগদান করেন।
তিনি বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ড. মোশাররফ ১৯৯৪ সাল থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য পদে অধিষ্ঠিত রয়েছেন। তিনি কুমিল্লা-২ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১-১৯৯৬ সময়ে বিএনপি সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী, ১৯৯৬ সালে স্বল্প মেয়াদে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং ২০০১-০৬ সময়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।