সৈয়দ আশরাফের স্ত্রীর অবস্থা সংকটাপন্ন
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শীলা ইসলামের অবস্থা সংকটাপন্ন। তাকে লন্ডনের ইউসিএল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। রোববার বিকেলে থেকেই সৈয়দ আশরাফের স্ত্রীর মারা গেছেন বলে ফেসবুকে বিভিন্ন পোস্ট ভাইরাল হয়ে পড়ে।
বিষয়টিকে গুজব আখ্যা দিয়ে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজেদুর রহমান ফারুক বলেন, সৈয়দ আশরাফের স্ত্রীকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কটাপন্ন।
তিনি বলেন, হাসপাতালে সৈয়দ আশরাফ ও তার মেয়েসহ পরিবারের সদস্যরা উপস্থিত আছেন।
প্রসঙ্গত, শীলা ইসলাম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। এর আগে জার্মানির একটি হাসপাতালে তার কেমোথেরাপিসহ ক্যান্সারের কয়েক ধাপ চিকিৎসা করা হয়।
অসুস্থ স্ত্রীর পাশে থাকতে সৈয়দ আশরাফ দীর্ঘদিন লন্ডনে ছিলেন। সর্বশেষ গত ৯ অক্টোবর তিনি লন্ডন যান। সৈয়দ আশরাফের পরিবার লন্ডনেই বসবাস করছে।