কানেকটিকাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:গত ১০ই নভেম্বর, যুক্তরাষ্টের কানেকটিকাট অঙ্গ রাজ্যের ম্যানচেস্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উদ্দ্যাগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্কে এক আলোচনা সভার আয়জন করা হয়। সংগঠনের সভাপতি তৌফিকুল আম্বিয়া টিপুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সোহেলুর রহমান স্বপনের সঞ্চালনায় সভাটি অনুষ্টিত হয়।
সভায় উপস্থিত আলোচকরা তাদের আলোচনায় বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব পূর্ণ তাৎপর্য তুলে ধরেন । উক্ত আলোচনায় উপস্থিত ছিলেন জনাব আশফাকুল তরফদার, জনাব অ্যাডভোকেট সালেহ আহমেদ, জনাব আনোয়ার হুসেন,জনাব আব্দুল মান্নান , জনাব মতিউর রহমান , জনাব শফিউল আলম , জনাব আনোয়ার হুসেন হিমু, এম, ডি রহমান আরিফ, সেলিম সুলতান ও সাংগঠনিক সম্পাদক লিখন ভুইয়া প্রমুখ ।
আলোচকরা আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কানেক্টিকা শাখাকে কি ভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বেপারে গুরুত্ব পূর্ণ মতামত দেন এবং বাংলাদেশে বর্তমান অনির্বাচিত, অগণতান্ত্রিক সরকারকে হটিয়ে কিভাবে সুষ্ট নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্টা করা যায় সে বেপারে সবাইকে ঐক্যবদ্দ্ব ভাবে কাজ করার আহব্বান জানান ।