লন্ডন প্রবাসী সিরাজুল খান সাহেব আর নেই
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:লন্ডন প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সিরাজুল খান সাহেব গতকাল রোববার ১২ই নভেম্বর ২০১৭ ইংরেজী রাত ১০ টা ৩০ মিনিটের সময় লন্ডন ইউনিভার্সিটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিয়ুন)। মরহুমের গ্রামের বাড়ী বিশ্বনাথের কজাকাবাদ গ্রামে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বৎসর, তিনি ২ ছেলে ও ২ মেয়ে, স্ত্রী সহ অনেক আত্মীয়সজন, বন্ধুবান্দব ও গুন গ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে যানাজা আগামীকাল ১৪ই নভেম্বর বাদ যোহর ইষ্ট লন্ডন মসজিদে অনুষ্টিত হইবে। উক্ত নামাজে জানাজায় শরীক হয়ে মরহুমের আত্মার শান্তি কামনা করার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে নুনু মিয়া (চেষ্টার) ও ম, আ, মোশতাক (ম্যানচেস্টার) ।
আমারা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি – আল্লাহ্তালা যেন উনাকে বেহেস্থ দান করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি । আমিন আল্লাহহুম্মা সুম্মা আমিন ইয়া রাব্বুল আল আমিন