শাবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ
দৈনিক সিলেট ডট কম
শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার পর শাবির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
ভর্তি কমিটি শাবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল গনি, সদস্য সচিব সহযোগী অধ্যাপক মহিবুল আলম, অধ্যাপক ড. জহিরুল ইসলাম প্রমুখ।
ফলাফল প্রকাশের বিষয়টি ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. আবদুল গনি নিশ্চিত করে বলেন, ভর্তি পরীক্ষার ফলাফল কাগছে স্বাক্ষরিত হয়েছে। অতি শীঘ্রই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হবে এবং বিশ্বিবিদ্যালয়ের একাডেমিক বিল্ডিংয় ‘ডি’তে টানানো হয়েছে বলে জানান তিনি।
অধ্যাপক ড. জহিরুল ইসলাম জানান, ‘এ’ ইউনিটের বিজ্ঞানে ৪হাজার ৫৫১জন, মানবিকে ১হাজার ৩৫১জন, বাণিজ্যে ৩০৬জন পাশ করেছে। এছাড়া ‘বি-১’ ইউনিটে ১১হাজার ৪৭৬জন এবং ‘বি-২’ ইউনিটে ৯৯জন পাশ করেছে।
পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.sust.edu/admission) পাওয়া যাবে। এছাড়া ছাত্রছাত্রীরা যেকোন মোবাইলে SUSTRESULTEXAM ROLL লিখে ৬৯৬৯ নাম্বারে এসএমএস পাঠিয়ে ফল জানতে পারবেন। ভর্তি সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে চাইলে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করতে অনুরোধ করেছে ভর্তি কমিটি।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ১৫৯৩টি আসনের বিপরীতে ৫২,২৭৯টি আবেদন জমা পড়ে। এছাড়া বিভিন্ন কোটায় ৯৬টি আসন সংরক্ষিত রয়েছে।