নিউইয়র্কে নতুন বছরের প্রথম শিশুর গর্বিত মা বাংলাদেশী তানিয়া

দৈনিক সিলেট ডট কম
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে : নিউইয়র্কে নতুন বছরের উষালগ্ন তথা ঠিক রাত ১২টা ১ মিনিটে জন্ম নিয়েছে বাংলাদেশী বংশোদ্ভ’ত কাজী আরিয়ানা শিরিন। ২০১৮ সালের প্রথম জন্ম নেয়া শিশুর এ স্বীকৃতি মার্কিন মুল্লুকের সকল মিডিয়ায় ফলাও করে প্রচার ও প্রকাশিত হয়েছে।
নিউইয়র্ক সিটির কুইন্সের ফ্লাশিং হাসপাতালের (ঋষঁংযরহম ঐড়ংঢ়রঃধষ রহ ছঁববহং)মুখপাত্র ডা. এন্ড্রু রুবিন (উৎ. অহফৎবি জঁনরহ) গণমাধ্যমকে জানান, গত এপ্রিলে যুক্তরাষ্ট্রে আসা তানিয়া শিরিন (২৫) এর ডেলিভারির তারিখ ছিল ১০ জানুয়ারি। কিন্তু কদিন থেকেই তার ব্যাথা উঠে। ৩০ ডিসেম্বর তানিয়া প্রচন্ড ব্যাথা অনুভব করলে এই হাসপাতালে ভর্তি করা হয়। টানা ৩৬ ঘন্টার প্রসব যন্ত্রণার পর নতুন বছরের শুভলগ্নেই আরিয়ানা ভূমিষ্ট হয়।
জ্যামাইকায় স্বামী ইমরান নাজির (২৮) এর সাথে বসবাস করেন তানিয়া। পেশায় ট্যাক্সি ড্রাইভার নাজির যুক্তরাষ্ট্রে এসেছেন ২০১০ সালে। নাজির খুবই খুশী নতুন বছরের প্রথম জাতকের পিতা হতে পেরে। ‘শুভলগ্নে জন্ম নেয়া শিশুরা বরাবরই স্পেশাল’ বলে উল্লেখ করেন নাজির।
ডা. এন্ড্রু রুবিন জানান, জন্মের সময় শিশুটির ওজন ছিল ৪ পাউন্ড, ১১.৫ আউন্স এবং লম্বায় ১৮ ইঞ্চি।
প্রসূতি এবং নবজাতক উভয়েই সুস্থ রয়েছেন। তানিয়া উৎফুল্লচিত্তে গণমাধ্যমকে বলেন, ‘নতুন বছরের প্রথম সন্তানের মা হতে পেরোগ আমি খুবই খুশী। সে হচ্ছে আমার প্রথম সন্তান।’
এই হাসপাতালে গত বছরও বর্ষশুরুর সময়ে আরেকটি শিশু জন্মেছে। হাসপাতালের জন্যে এটি অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার।