ব্যাংক কর্মচারীদের বিয়ে করা যাবে না, ফতোয়া জারি!
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: তিন তালাক বিল নিয়ে এখনও দেশ জুড়ে তুলকালাম চলছে। তার মধ্যেই দেশের সব চেয়ে বড়ো মুসলিম শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ এক অদ্ভুত ফতোয়া জারি করল। সেই ফতোয়ায় মুসলিম নারীদের নির্দেশ দিয়েছে সংগঠন- তাঁরা যেন কোনো ব্যাঙ্ক কর্মচারীকে বিয়ে না করেন!
এমন অদ্ভুত ফতোয়া জারির পিছনে তুলে ধরা হয়েছে ইসলামের উপার্জন সংক্রান্ত নীতির কথা। সেই নীতি বলছে, সুদ ইসলামে ‘হারাম’ বা পাপ বলেই গণ্য হয়। এ দিকে, ব্যাঙ্কের উপার্জনের মূল মাধ্যমই হল ঋণগ্রহীতাদের সুদ। ফলে, ব্যাঙ্ক কর্মচারীরা বেতনও পান সেই সুদের অংশ থেকে। এ ভাবে দেখলে ইসলামের মতে এক ব্যাঙ্ক কর্মচারী এবং তাঁর পরিবার চলছেন হারামের পথে। তাঁদের জীবনযাত্রার সব কিছুই সে ক্ষেত্রে হয়ে উঠছে অপবিত্র।
যদিও একেবারে আচমকা এই ফতোয়া দারুল উলুম দেওবন্দ জারি করেনি। জানা গিয়েছে, এক ধর্মপ্রাণ ব্যক্তি সম্প্রতি প্রশ্ন করেন সংগঠনকে- তিনি কি এমন এক পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারেন যাঁর পিতা অবসরপ্রাপ্ত ব্যাঙ্ক-কর্মচারী?