প্রেমের বিয়ে, আশ্রয় দেন আত্মীয়; বৌ রেখে আশ্রয়দাতার মেয়ে নিয়ে উধাও যুবক (ভিডিও)
প্রেমের টানে বিয়ে করে সংসার শুরু করেছিলেন এক যুবক। কিন্তু সংসার জীবনে অল্পদিনের মধ্যেই দেখা দেয় টানাপোড়েন। এ অবস্থায় আশ্রয়ের খোঁজে তিনি স্ত্রীর সঙ্গে চলে যান এক আত্মীয়ের বাড়ি। আত্মীয় তাদেরকে মানবিক কারণে আশ্রয়ও দেন। কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়। বৌকে সেই আত্মীয়ের ঘরে রেখে, আশ্রয়দাতারই মেয়ের সঙ্গে গোপনে উধাও হয়ে যান ওই যুবক। হঠাৎ এমন ঘটনায় হতবাক হয়ে পড়েছে উভয় পরিবার।
সূত্র: বাংলা টিভি