যুক্তরাষ্ট্র জাসদের নতুন কমিটি
দৈনিক সিলেট ডট কম
এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে :: জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের যুক্তরাষ্ট্র শাখার নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে আব্দুল মোসাব্বির এবং শাহান খান।
জাসদ (আম্বিয়া-প্রধান-বাদল)এর কেন্দ্রীয় কমিটির নির্দেশে গত ১৪ জানুয়ারি নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। এতে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মসূচির আলোকে বক্তব্য রাখেন সৈয়দ সিদ্দিকুল হাসান, আব্দুল মোসাব্বির, শাহান আহমেদ টুটুল, মুছাব্বির আহমদ মছব, ফজল খান, আতাউর রহমান, শাহ আলম, মঞ্জুর হোসেন চৌধুরী প্রমুখ।
২০১৮-২০২০ সালের জন্যে গঠিত কমিটির কর্মকর্তারা হলেন : সভাপতি-আব্দুল মোসাব্বির, সিনিয়র সহ-সভাপতি-মোসাব্বির আহমেদ মছব, সহ-সভাপতি-সায়েক আহমেদ, জুনেল আহমেদ, মর্তুজা আহমেদ, সৈয়দ জুয়েল, নজরুল আহমেদ এবং শামীম আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক-শাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক-ফজল খান, সাংগঠনিক সম্পাদক-আতাউর রহমান, কোষাধ্যক্ষ-সোহেল খান, প্রচার সম্পাদক-রুহেল খান, দপ্তর সম্পাদক-তোফায়েল খান, আন্তর্জাতিক সম্পাদক-মাহতাবুর রহমান, মহিলা সম্পাদিকা-রুনা আকতার, সমাজকল্যাণ সম্পাদিকা-জয়া চৌধুরী। নির্বাহী সদস্যরা হলেন মেসবাহ আহমেদ বাহলুল, মঞ্জুর হোসেন চৌধুরী জগলু, সুহেল আহমেদ এবং জাবেদ মুনি।