শেষ রক্ষা হল না প্রেমিক জুটির
দৈনিক সিলেট ডট কম
জাকারিয়া চৌধুরী:প্রেম মানে না কোন বাঁধা প্রেম মানে না কোন বিপত্তি। প্রেম কে সার্থক করতে অজানার উদ্দ্যেশ্যে পাড়ি জমিয়েও শেষ রক্ষা হল না প্রেমিক জুটির। অবশেষ তাদের স্থান হল শ্রীঘরে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে তাদেরকে আটক করে সদর থানায় নিয়ে যায় এসআই রকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ। জানা যায়, হবিগঞ্জের আটঘড়িয়া গ্রামের রেশম আলীর কন্যা চম্পা বেগমের সাথে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছে পার্শ্ববর্তী আউশপাড়া গ্রামের আসাব আলীর পুত্র শাকিল মিয়া (১৯) এর। চম্পা বেগম পইল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী। সম্প্রতি তারা বিষয়টি তাদের পরিবারকে জানালেও তারা তাদের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি। তাই তারা একে অপরকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। এরই প্রেক্ষিতে শুক্রবার বিকেলে তারা অজানার উদ্দ্যেশ্যে পাড়ি জমায়। কিন্তু সারা দিন শহরের লুকিয়ে থাকার পর গতকাল বিকেলে বানিজ্য মেলা দেখা শেষে পালিয়ে যাওয়ার সময় পরিবারের লোকজনের হাতে ধরা পড়ে প্রেমিক জুটি। পরে বিষয়টি নিয়ে যখন শহরের কলাপাতা হোটেল এলাকায় বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে প্রেমিক ও প্রেমিকার বাড়ি লোকজন তখন পুলিশ হানা দেয় ওই এলাকায়। পরে তাদের উভয় কে নিয়ে যাওয়া হয় থানা হেফাজতে। এদিকে, শনিবার এ রিপোর্ট লেখা পর্যন্ত বিষয়টি কোন সুরাহা হয়নি।