শ্রীদেবীর মরদেহ মুম্বইয়ের পথে
দৈনিকসিলেটডেস্ক:দুবাই পুলিশের ছাড়পত্র পাওয়ার পর শ্রীদেবীর মরদেহ এখন মুম্বইয়ের পথে। শ্রীদেবীর মৃত্যু সংক্রান্ত মামলা ক্লোজ করার ঘোষণা দিয়ে স্বজনদের কাছে তার মরদেহ হস্তান্তর করে দুবাই পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত শ্রীদেবীর মরদেহ বিমানবন্দরের পথে ছিল।
এর আগে দুবাইয়ের মিডিয়া অফিসের এক টুইটে জানানো হয়, দুবাই পাবলিক প্রসিকিউশন ভারতীয় অভিনেত্রী শ্রীদেবীর মৃত্যুকে ঘিরে তদন্ত সম্পন্ন হওয়ার পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের অনুমোদন দিয়েছে।
ওদিকে, প্রিয় তারকাকে শেষবারের মতো দেখার জন্য মুম্বইয়ে তার বাড়ির সামনে উপস্থিত হয়েছেন অসংখ্য মানুষ।