শ্রীদেবীর মৃত্যু নিয়ে যা বললেন তসলিমা
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: দুবাইয়ে মৃত্যু হল বলিউডের সুপারস্টার শ্রীদেবীর৷ দুবাই পুলিশের তদন্ত থেকে উঠে আসা তথ্য অনুযায়ী, হৃদরোগে নয়, বাথটাবের জলে ডুবেই মৃত্যু হয়েছে শ্রীদেবীর৷ এমনকী, তার রক্তে অ্যালকোহলও পাওয়া গিয়েছে৷
শ্রীদেবীর মৃত্যু নিয়ে প্রথম থেকেই রহস্য দানা বাঁধতে শুরু করে৷ গুঞ্জন শুরু হয়, বনি কাপুরের হঠাৎ মুম্বাইয়ে ফিরে আসা নিয়েও৷ এমনকী, খবরে আসে বেশ কয়েক ঘণ্টা হোটেল রুমে একাও ছিলেন শ্রীদেবী৷
শ্রীদেবীর মৃত্যু নিয়ে বিতর্ক উসকে দিলেন নির্বাসিত সাহিত্যিক তসলিমা নাসরিনও৷ ট্যুইট করে তিনি জানান, ‘একজন সুস্থ, স্বাভাবিক মহিলা দুর্ঘটনার ফলে বাথটবে ডুবে যেতে পারেন?’
তসলিমা নাসরিনের এই ট্যুইটের পর ফের জল্পনা! তাহলে কি এটা স্বাভাবিক মৃত্যু, নাকি দুর্ঘটনা বা পরিকল্পিত হত্যা। তবে এসবের উত্তর হয়ত সময় বলে দেবে। ততদিন অপেক্ষা করতে হবে শ্রীদেবীর ভক্তদের।