বিমানে বসে বাংলাদেশী ছাত্রের কাণ্ড, অতঃপর…
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:মাটি ছেড়ে বিমান আকাশে উঠার পরই বাংলাদেশী এক যুবক প্রকাশ্যে পর্নো ছবি দেখা শুরু করলেন। তাকে বারণ করলেন বিমানের ক্রুরা। কিন্তু তিনি কারো কথা শুনলেন না। এমনকি আশপাশে সহ-যাত্রীদের বিষয়ে কোনো তোয়াক্কাই করলেন না তিনি। এক পর্যায়ে বিবস্ত্র হলেন তিনি। চলে গেলেন টয়লেটে।
সেখানে এক নারী ক্রুকে পেয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। কিছুক্ষণ পরে তিনি এক বিমানবালাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এ সময় এগিয়ে আসেন কেবিন ক্রুরা। তারা তাকে বিরত রাখার চেষ্টা করেন। কিন্তু তাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন বাংলাদেশী ওই যুবক। এক পর্যায়ে একজন ক্রুর ওপর হামলা চালান। অবশেষে বিমানটি মাটি স্পর্শ করার পর ঢাকায় শাহঝালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়। এ খবর দিয়েছে মালয়েশিয়ার দ্য নিউ স্ট্রেইটস টাইমস পত্রিকার অনলাইন সংস্কর। এতে বলা হয়, মালয়েশিয়ার সাইবারজয়াতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন বাংলাদেশী ওই যুবক। শনিবার অন্য যাত্রীসহ তাকে নিয়ে কুয়ালালামপুর বিমানবন্দর ছাড়ে একটি বিমানের ফ্লাইট। বিমানটি আকাশে উঠে যাওয়ার পর সে পর্নো ছবি দেখা শুরু করে। মাটি থেকে যখন ১০ হাজার ফুট উপরে বিমান, তখন বাংলাদেশী ওই ছাত্র পোশাক খুলে ফেলেন। আশপাশের যাত্রীদের বিষয় থোড়াই কেয়ার করে তিনি অবলীলায় দেখতে থাকেন পর্নো ছবি। এ অবস্থায় একজন বিমান ক্রু তার কাছে এগিয়ে যান। তাকে পোশাক পরার অনুরোধ জানান। তারও পরে ওই বাংলাদেশী ছাত্র একজন নারী ক্রু সদস্যাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এ নিয়ে বিমানের ভিতরে বেশ হট্টগোল হয়। পরে তিনি আবারও একই কাজ করেন। এবার একজন বিমানবালাকে জড়িয়ে ধরে আলিঙ্গন করার চেষ্টা করেন। তখনই এগিয়ে যান কেবিন ক্রু। তিনি ওই যুবককে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশী ওই যুবক শান্ত হওয়া তো দূরের কথা, তিনি আরো উত্তেজিত হয়ে ওঠেন। এক পর্যায়ে বিমান ক্রুর ওপর হামলা করেন। এ সময় এগিয়ে যান বিমানের অন্য যাত্রীরা। তাদের সহায়তায় ক্রু সদস্যরা ওই যুবককে আটকে ফেলেন। এ বিষয়ে বিমান সংস্থাটির একজন মুখপাত্র ঘটনার সত্যতা স্বীকার করেছেন। ওই মুখপাত্র বলেছেন, বিমানের ভিতরে এমন বিঘœ ঘটানো থেকে বিরত রাখার চেষ্টা করেছেন ক্রু সদস্যরা। বাংলাদেশী ওই যুবককে ঢাকায় আটক করেছে কর্তৃপক্ষ। তাকে পাঠানো হয়েছে জেলে।