তথ্যপ্রযুক্তি বিভাগের হাতে বঙ্গবন্ধুর ভাষণের ইউনেস্কো সনদ হস্তান্তর
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: তথ্যপ্রযুক্তি বিভাগের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ইউনেস্কো সনদ হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৬ মার্চ, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে আনুষ্ঠানিকভাবে এই সনদ হস্তান্তর করা হয়।
সে সময় উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং তথ্যপ্রযুক্তি সচিব সুবীর কিশোর চৌধুরী।
গত বছরের ২৩ অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে অন্তর্ভুক্ত করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণ ‘বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ হিসেবে ইউনেস্কোর ‘মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ যুক্ত করতে অবদান রাখে তথ্যপ্রযুক্তি বিভাগ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ইউনেস্কো সনদ দেওয়া হয় আরও চারটি প্রতিষ্ঠানকে। প্রতিষ্ঠানগুলো হলো- মুক্তিযুদ্ধ জাদুঘর, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ফিল্ম আর্কাইভ এবং বাংলাদেশ বেতার।