এ কেমন পতাকা বাংলাদেশের!
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:খেলা শুরু হওয়ার আগের দৃশ্যটা হয়তো কেউ কেউ দেখেছেন। সার বেঁধে একের পর এক আসছেন খেলোয়াড়েরা। গ্যালারিতে দর্শকদের মধ্যে টানটান উত্তেজনা।
শ্রীলংকার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়াম থেকে শুরু করে সারা বিশ্ব থেকে উৎসুক চোখে তাকিয়ে আছেন বাংলাদেশের দর্শকরা। এতক্ষণ বলছিলাম বাংলাদেশ ও ভারতের সর্বশেষ টি-টোয়েন্টির খেলার শুরু হওয়ার পূর্ব মুহুর্তের ঘটনা।
দুই দলের খেলোয়াড়রা মাঠে সার বেঁধে দাঁড়ালো। একটু পরেই কলম্বোর সবুজ মাঠে শুরু হয়ে গেল জাতীয় সঙ্গীত। প্রথমে ভারতের জাতীয় সঙ্গীত শুরু হলো। ভারতের খেলোয়াড়রা বুকে হাত দিয়ে অনুভবে শ্রবণ করছেন তাঁদের প্রিয় সঙ্গীত। এক দিকে ধরে রাখা হয়ে নীল কমলার জাতীয় পতাকা।
এবার শুরু হলো বাংলাদেশের জাতীয় সঙ্গীত। বাংলাদেশের টাইগাররা বুকে হাত দিয়ে হৃদয়ে শ্রবণ করছিলেন ‘আমার সোনার বাংলা…’ ক্যামেরা ঘুরছে ধীরে ধীরে। এরপ্পরই দেখা গেল বাংলাদেশের জাতীয় পতাকা। পতাকা দেখেতো সবাই অবাক! বাংলাদেশের জাতীয় পতাকার রঙ এটা কেন? গাঢ় সবুজের মাঝে উদিত সূর্য নেই, সুর্য উদিত হয়েছে প্রকট নীলের মাঝে, যেখানে সবুজ থিতিয়ে গেছে।
প্রথমে এটাকে টেলিভিশনের রঙের সমস্যা মনে হলেও পরে সোশ্যাল মিডিয়ায় অনেকেই এটা নিয়ে পোস্ট দেয়। এরপরে বিষয়টি নিয়ে বেশ সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
তখন বোঝা যায় আসলেই তো বাংলাদেশের ভুল রঙের পতাকা প্রদর্শিত হয়েছে। কেননা সবুজ মাঠে প্রদর্শিত বাংলাদেশের পতাকার মধ্যে যেন সবুজ অনুপস্থিত।
সেই ম্যাচে হেসে খেলে বাংলাদেশকে হারালো ভারত। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রান করে বাংলাদেশ। ১৪০ রানের লক্ষ্য তারা করতে নেমে হেসে-খেলেই বলতে গেলে রোহিত শর্মার দল হারিয়েছে ৬ উইকেটের ব্যবধানে।