পুরস্কার নিতে গিয়ে মঞ্চেই মারা গেলেন (ভিডিও)
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: পুরস্কার নিতে গিয়ে মঞ্চেই মারা গেলেন ৫৩ বছর বয়সী এক ভারতীয় ব্যবসায়ী। ৫ এপ্রিল, বৃহস্পতিবার আগ্রায় অনুষ্ঠিত ওই পুরস্কার বিতরণি অনুষ্ঠানে মারা যান বিষ্ণু পাণ্ডে। সেদিন তার নাম ঘোষণার সঙ্গে সঙ্গে খুশিতে হাসতে-হাসতে এবং নাচকে নাচতে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। মঞ্চে উঠে নাচতে নাচতে হঠাৎ অবিশ্বাস্যভাবে মেঝেতে পড়ে যান। হুট করে হারিয়ে ফেললেন শরীরের সমস্ত ভারসাম্য। সেকেন্ডের মাথায় সবার সামনে মৃত্যু হয় তার।
ভারতীয় গণমাধ্যম মেট্রোর প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, এই করুণ ঘটনাটি ঘটেছে আগ্রার মারিয়ট হোটেলে। বিজয়ী বিষ্ণু পাণ্ডে মঞ্চের মেঝেতে পড়ে যাওয়ার পর, উপস্থিত অনুষ্ঠান আয়োজকরা তাকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু তাকে আর বাঁচানো যায় না।
এ বিষয়ে পুলিশ শৈলেন্দ্র সিং গণমাধ্যমকে জানান, বিষ্ণু পাণ্ডে হৃদরোগে আক্রান্ত ছিলেন। অনুষ্ঠানে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।