‘জয় বাংলা’ বিএনপির শ্লোগান!

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটড়টকম: সিলেট নগরীর রেজিষ্ট্রারি মাঠে চলছিল বিএনপির বিভাগীয় মহাসমাবেশ।
বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে তখন বক্তব্য চলছিল স্থানীয় নেতৃবৃন্দের।
এক সময়ে বক্তব্যের জন্য ডাক পড়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাদিয়া চৌধুরী মুন্নীর। তার বক্তব্যে তিনি কঠোর আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার ঘোষণা দেন।
বক্তব্যের শেষে উত্তেজিত হাদিয়া চৌধুরী মুন্নী আন্দোলন সংগ্রামে সবাইকে ‘জয় বাংলা’র সাথে থাকার বলেন। তার বক্তব্য সংশোধন করার আগেই উপস্থাপক তড়িগড়ি করে পরবর্তীর বক্তাকে আহ্বান জানালে তিনিও দ্রুত বক্তব্য দিতে শুরু করেন।ততক্ষণে পুরো সমাবেশ জুড়ে শুরু হহয় মৃদু গুঞ্জণ। অনেককে তখন মন্তব্য করেন ‘ভালই হলো ‘জয় বাংলা’ তা হলে বিএনপিরও শ্লোগান!’