সিলেটে আজ মুন্নির বিয়ে
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:সিলেট নগরীরর রায়নগর সরকারি শিশু পরিবারের সদস্য মুন্নি আজ বধু সেজে স্বামীর সংসারে যাবেন। বিপাশা আক্তার মুন্নির বয়স যখন ১০ বছর পুলিশ তখন তাকে উদ্ধার করে এই সরকারি শিশু পরিবারে (বালিকা) নিয়ে এসেছিলো। বাবার নাম জামাল, এই তথ্য ছাড়া আর কিছুই জানতেন না মুন্নি।
সিলেট সমাজসেবা অধিদপ্তর পরিচালিত শিশু সদনে (সেফ হোম) আরও প্রায় ১০ বছর কেটেছে মুন্নির। শৈশব-কৈশোর পেরিয়ে তরুণী হয়ে ওঠা মুন্নির বিয়ের আয়োজন করেছে শিশু পরিবার কর্তৃপক্ষ। বিয়ে উপলক্ষে রায়নগর শিশু পরিবারে এখন উৎসবের আমেজ। পুরো শিশু সদনকে সাজানো হয়েছে বিয়ের সাজে। প্রবেশদ্বারে সজ্জিত বিয়ের গেইট, ভবনজুড়ে আলোকসজ্জা- কিছুরই কমতি নেই। গত এক সপ্তাহ ধরে চলছে বিয়ের আমন্ত্রণপত্র বিলি। নগরীর বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়েছে এ অনুষ্ঠানে।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাশ রঞ্জন দাশ বলেন, ‘শিশু পরিবারের নিয়ম অনুযায়ী প্রাপ্তবয়স্ক হওয়ায় পর বিয়ে দেওয়া হয়। আমরা কোন কমতি রাখিনি মুন্নির বিয়ের আয়োজনে। বিয়েতে অতিথি থাকবেন সিলেট মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সরকারি ও বেসরকারি কর্মকর্তারা।