মডেলিংয়ের টোপ দিয়ে ছাত্রীকে…
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:মডেলিংয়ের ফাঁদ পেতে জোর করে ছাত্রীকে বিবস্ত্র করে তার অশ্লীল ছবি তোলার গুরুতর অভিযোগ উঠল নাচের স্কুলের এক শিক্ষক ও এক শিক্ষিকার বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যেই তিন অভিযুক্ত অরুণাংশু ঘোষ, জয়ব্রত রায় ও ঋতুপর্ণা সাহাকে গ্রেফতার করেছে। ঘটনা ঘটেছে ভারতের উত্তরবঙ্গ রাজ্যের উত্তর কলকাতার টালায়।
অভিযোগ, জয়ব্রত রায় সেই নাচের স্কুলের মালিক। সেখানেই ওই কিশোরী ছাত্রীকে মডেলিংয়ের টোপ দেওয়া হয়। তারপর পোর্টফোলিও তোলার নাম করে তার পোশাক খুলিয়ে ছবি তোলে জয়ব্রত ও তার সঙ্গীরা। পরে আবার ছবি তোলার জন্য তাকে ডাকা হয়। সেই সময়ই আগের দিনের তুলে রাখা ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা হয়। রাজি না হলে তার নগ্ন ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
এরপরই সেই ছাত্রী ও তার পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করে। ছাত্রীর গোপন জবানবন্দি নেওযা হয়। তারপর গ্রেফতার করা হয় অভিযুক্তদের। তাদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে দু’টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেখানে সেই ছাত্রীর ১০টি ছবি রয়েছে।
পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে। সেই স্কুলের আরও কোনও ছাত্রীর সঙ্গে এমন করা হয়েছে কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।