লন্ডন প্রবাসী আখলিছ চৌধুরী আর নেই
দৈনিক সিলেট ডট কম
মাসুক আহমদ: এবার চলে গেলেন না ফেরার দেশে বাঙালী কমিউনিটির এক উজ্জ্বল নক্ষত্র, বিশিষ্ট সমাজসেবী ও প্রবীন রাজনীতিবিদ আখলিছ চৌধুরী।
গত ১৩ জুলাই শুক্রবার লন্ডন সময় দুপুর একটার দিকে তিনি তার নিজবাস ভবনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি স্ত্রী এক পুত্র ও এক কন্যা সন্তান রেখে গেছেন।
মরহুম আখলিছ চৌধুরী দীর্ঘ দিন থেকে কিডনি রোগে আক্রান্ত ছিলেন।
তাঁর মৃত্যুতে প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
তিনি কমিনিটির বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি জড়িত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সময় থেকে তিনি বিএনপি’র রাজনীতি করতেন।