মাহমুদুর রহমানের উপর হামলার নিন্দা ফিনল্যান্ড বিএনপির

দৈনিক সিলেট ডট কম
জামান সরকার, ফিনল্যান্ড থেকে: আদালত চত্বরে মাহমুদুর রহমানের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ফিনল্যান্ড বিএনপি। সেই সঙ্গে দোষীদের গ্রেপ্তারের দাবি এসেছে তাদের বিবৃতিতে।
রোববার ফিনল্যান্ড বিএনপি নেতাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, দেশে বিরোধী মতের মানুষ কতোটা অসহায় তা ‘দৈনিক আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদকের উপর হামলার ঘটনা থেকেই স্পষ্ট।
“দেশে শুধু বিরোধীদের কণ্ঠরোধ নয়, মানুষের ভরসার স্থান আদালতও আজ আর কারো জন্য নিরাপদ নয়।”
এর আগে বিকালে কুষ্টিয়ার একটি আদালতে মানহানির মামলায় হাজিরা দিতে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হন মাহমুদুর। তাকে রক্তাক্ত অবস্থায় আদালত চত্বর থেকে বেরিয়ে আসতে দেখা গেছে।
ফিনল্যান্ড বিএনপির বিবৃতিতে বলা হয়, জনপ্রিয়তা হারিয়ে দিশেহারা সরকারি পেটোয়া বাহিনী কতোটা বেপরোয়া হয়ে উঠেছে, তা তাদের সাম্প্রতিক কর্মকাণ্ডে প্রতিয়মান।
“আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। দোষীদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখিন করতে হবে। না হলে ইতোমধ্যে দুর্নীতিতে নিমজ্জিত বাংলাদেশে আইনের প্রতি শেষ বিশ্বাসটুকু হারিয়ে যাবে।”
সরকারি দল ও তাদের সাহায্যকারী সংগঠনের অন্যায়ের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ারও আহ্বান জানানো হয় ওই বিবৃতিতে।
বিবৃতিতে অন্যদের মধ্যে স্বাক্ষর করেন ফিনল্যান্ড বিএনপির নেতা জামান সরকার, মবিন মোহাম্মদ, মোকলেসুর রহমান চপল, এজাজুল হক ভূঁইয়া রুবেল, বদরুম মনির ফেরদৌস, সামসুল গাজী, প্রদীপ কুমার সাহা,মোস্তাক সরকার, মিজানুর রহমান মিঠু, তাপস খান, আলাউদ্দিন আহমেদ, সাহিন মোহাম্মদ, আবুল কালাম আজাদ, তাজুল ইসলাম, আশরাফ উদ্দিন, নাজমুল হাসান লিটন, রফিকুল ইসলাম, ইব্রাহিম খলিল, সাজ্জাদ মুন্না, মীর সেলিম, সবুজ খান, মনিরুল ইসলাম, আরিফুজ্জামান বাবু, জুয়েল, আজহার খান প্রমুখ।