মাদ্রিদে বৃহত্তর সিলেট এসোসিয়েশনের সাধারন সভা অনুষ্ঠিত
দৈনিক সিলেট ডট কম
কবির আল মাহমুদ : মাদ্রিদ ,স্পেন :
স্পেনের রাজধানী মাদ্রিদে সর্ববৃহৎ আঞ্চলিক সংগঠন বৃহত্তর সিলেট এসোসিয়েশনের এর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল রবিবার বাংলাদেশ এসোসিয়েশনের হলরুমে প্রায় তিন শতাধিক স্পেন এ বসবাসরত সিলেট প্রবাসীরা এতে অংশ নেন। বৃহত্তর সিলেট এসোসিয়েশনের সভাপতি মোঃ লুৎফুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বাৎসরিক বনভোজন এবং আসন্ন বাংলাদেশ এসোসিয়েশনের নির্বাচনে সভাপতি পদে বৃহত্তর সিলেটের ঐক্যের প্রতীক খ্যাত বাংলাদেশ এসোসিয়েশন ও গ্রেটার সিলেট এসোসিয়েশনের প্রাক্তন সভাপতি আল মামুনের প্রার্থিতা চূড়ান্ত করা হয়।
গ্রেটার সিলেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পঙ্কির পরিচালনায় বক্তব্য দেন সিলেটের প্রবীন মুরব্বী,আবুল খায়ের, বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সভাপতি আল মামুন,গ্রেটার সিলেট এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আব্দুল মুন্তাকিম মুজ্জাক্কির, উপদেষ্টা দবির তালুকদার, ইসলাম উদ্দিন, এনাম আহমেদ, ফয়জুর রহমান বড় ভাই ,মাস্টার জসীম উদ্দীন, গ্রেটার সিলেটের সিনিয়র সহ-সভাপতি শ্যামল তালুকদার, সহ-সভাপতি বেলাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সিপার আহমেদ, কমিউনিটি নেতা আব্দুর রহমান, শাহ জামাল, আফসার উদ্দিন লিলু, হাবিবুর রহমান হাবিব, আবদুল কাইয়ুম সেলিম, খল্কু কামাল, সুহেল আহমেদ সামসু, আবদুল হামিদ সঞ্জু ,মৌলানা খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক ছানুর মিয়া ছাদ, আবু জাফর রাসেল, সাইফুর রহমান, সংগঠক ইফতেখার আলম, আফছার নিলু, মিলাদ আহমেদ, জেন্স শিপার ,আসাদ আলী , হুমায়ূন কবর রিগ্যান,মিজানুর রহমান স্বপন চৌধুরী , জাকির চৌধুরী,রায়হান আহমদ , নাজিম উদ্দিন ,এনাম আলী খান। আজমল হুসেন প্রমুখ
সভায় বক্তারা সভাপতি পদে আল মামুন কে বিজয়ী করতে সবাইকে একযোগে কাজ করার পাশাপাশি আগামীতে সিলেটের সম্প্রীতি, ভ্রাতৃত্ব, বন্ধন আরও মজবুত করার প্রত্যয় ব্যক্ত করেন। অতীতের মতো ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলার আহবান জানানো হয়।
সভাপতি প্রার্থী আল মামুন প্রবাসী সিলেটবাসীর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদের সহযোগিতার কথা ব্যক্ত করে দেশ ও দেশের তরে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।