পুত্রের প্রেমের অপরাধে পিতা শ্রীঘরে!

দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক:হবিগঞ্জ শহরে কলেজ ছাত্র পুত্রের প্রেম ঘটিত অপরাধের কারণে পিতা মনির মিয়া (৫৫) এখন শ্রীঘরে। সোমবার বিকেলে এ ঘটনাটি ঘটে। সূত্র জানায়, চৌধুরী বাজার খোয়াইমুখ এলাকার বাসিন্দা মনির মিয়ার পুত্র হবিগঞ্জ সরকারী বৃন্দাবন কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্র সাজন মিয়া (২২) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে উমেদনগর আগলা বাড়ির মোশাহিদের কন্যা হবিগঞ্জ উচ্চ বালিকার নবম শ্রেণীর জনৈক ছাত্রীর। প্রায়ই তারা একজন আরেক জনের সাথে স্কুল কলেজ ফাকি দিয়ে দেখা করত। বিষয়টি আচ করতে পারে মোশাহিদের পরিবার। এতে করে একজন আরেক জনের সাথে দেখা করা বন্ধ করে দেয়। একজন আরেকজনকে কাছে পেতে মরিয়া হয়ে উঠে। এরই ধারাবাহিতকতায় গত রবিবার একজন আরেক জনকে নিয়ে আজানার উদ্যেশ্যে পাড়ি জমায়। এদিকে, ওই ছাত্রীকে না পেয়ে তার বেকুল হয়ে উঠে। অবশেষ তার পরিবার কোন উপায় না পেয়ে সদর থানায় অভিযোগ দিলে ওসির নির্দেশে চৌধুরী বাজার পুলিশ ফাড়ির এসআই রাজিব আইনজীবি সহকারী পিতা মনিরকে আটক করে থানায় নিয়ে আসে। রাত ১০ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মনিরকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এ ব্যাপারে ওসি ইয়াসিনুল হক জানান, পিতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।-হবিগঞ্জসমাচার