সৌদিতে দুর্ঘটনায় একই পরিবারের ৪ বাংলাদেশি নিহত
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি একটি পরিবারের ৪ সদস্য নিহত এবং অপর দুই সদস্য গুরুতর আহত হয়েছেন।
জেদ্দায় বাংলাদেশে ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ বাংলা শাখার তিন শিক্ষার্থী ও তাদের পিতা মশিউর রহমান সেলিম মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
নিহতরা হলেন- প্রবাসী মশিউর রহমান সেলিম (৪৭) ও তার বড় মেয়ে সায়মা সেলিম (১৬) নবম, মেজো মেয়ে সিনথিয়া সেলিম (১৪) সপ্তম, ছোট মেয়ে সাবিহা সেলিম (১০) পঞ্চম শ্রেণির ছাত্রীতে অধ্যয়ন করতেন।
আহতরা হলেন- সেলিমের স্ত্রী কবিতা ও পুত্র সিয়াম। তারা মক্কা আল নুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জেদ্দা থেকে তায়েফ যাওয়ার পথে মক্কা চেকপোস্টের কাছাকাছি নন মুসলিম সড়কে বৃহস্পতিবার (১৬ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন, স্কুল কর্তৃপক্ষ।
হতাহতদের দেশের বাড়ি চট্টগ্রাম সন্দ্বীপ থানার সাঈদ বান্দা গ্রামে।