যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের রাষ্ট্রদূতদের ঈদ শুভেচ্ছা
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক।
বুধবার তাদের দূতাবাসের ফেসবুক পেজে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তারা।
মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেখা গেছে, রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট শাড়ি পড়ে একটি ভিডিও বার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। এ সময় তিনি ভিডিও বার্তায় বলেন, ‘ঈদ মানুষকে ভালোবাসতে শেখায়। সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন।’
অন্যদিকে হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, ‘ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। ঈদ সকলের জন্য হয়ে উঠুক সুন্দর ও শান্তিময়।’