সিএনজিতে আপত্তিকর অবস্থায় কলেজ ছাত্রীসহ ২ যুবক আটক
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম:চুনারুঘাট উপজেলার দূর্গাপুর এলকায় সিএনজি অটোরিক্সার মধ্যে অনৈতিক কাজ করার অভিযোগে দুই যুবক ও এক যুবতিকে আটক করেছে জনতা। পরে উত্তম মধ্যম দিয়ে তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়।
আটককৃতরা হলেন- উপজেলা উবাহাটা গ্রামের রজব আলী পুত্র সিএনজি চালক আইয়ুব আলী (৩৫), দক্ষিণ দেওরগাছ গ্রামের মোবারক আলীর পুত্র মিজানুর রহমান (২২) ও পাঁছঘাতিয়া গ্রামের এবং ঢাকা মহিলা কলেজের ছাত্রী (২২)। শুক্রবার ভোরে দূর্গাপুর বাজারের অধুরে একটি নির্জন স্থানে সিএনজি অটোরিক্সা দাড় করিয়ে তারা অনৈতিক কাছে লিপ্ত হয়। বিষয়টি স্থানীয় মাছ ব্যবসায়িরা আচঁ করতে পেরে তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করে।
এ ব্যাপারে চুনারুঘাট থানা পুলিশ বাদি হয়ে একটি মামলা দিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে।
এ ব্যাপারে ছাত্রীটি জানান- সে দরিদ্র ঘরের কন্যা। ঢাকা লেখাপড়া করতে অনেক টাকা লাগে। এ কারণে সে এ পথ বেচে নিয়েছে।
সূত্র:হবি:সমাচার,ছবি প্রতীকী