পাকস্থলীর প্রদাহে করণীয়
দৈনিক সিলেট ডট কম
ডা. আলমগীর মতি: সাধারণত সঠিক সময়ে খাবার না খাওয়া, ভেজালযুক্ত খাবার খাওয়া, গুরুপাক জাতীয় খাবার খাওয়া এবং অতিভোজন গ্যাস্ট্রাইটিস রোগের কারণ। খাবারে বেশি পরিমাণে মসলা ও তেলের ব্যবহার গ্যাস্ট্রাইটিস সৃষ্টিতে সহায়তা করে থাকে।
রোগের উপসর্গ : গলা ও বুক জ্বালাপোড়া করা, টক টক ঢেঁকুর ওঠা, বমি বমি ভাব ও বমি করা, খাওয়ার আগে বা পরে পেটে ব্যথা করা, পেট ফেঁপে যাওয়া, টকজাতীয় খাবার অ্যাসিডিটি বৃদ্ধি করে। এসব উপসর্গযুক্ত রোগীর নিয়মিত সঠিক সময়ে খাবার খাওয়া এবং অতিরিক্ত তেল বা চর্বিজাতীয় খাবার না খাওয়া ভালো।