ধর্ষককে আগুনে পুড়িয়ে মারলেন ধর্ষিতা
দৈনিক সিলেট ডট কম
আন্তর্জাতিক ডেস্ক:: ধর্ষককে আগুনে পুড়িয়ে হত্যা করেছেন ধর্ষিতা নারী।৩৫ বছর বয়সী ওই নারী একজন বিধবা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতায় এ ঘটনা ঘটেছে।বুধবার কলকাতার পুলিশ এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, গত সোমবার নিজ বাড়িতে একা ছিলেন ওই নারী। সে সময় ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে এক ব্যক্তি।পুলিশ জানিয়েছে, ধর্ষণের পর ওই নারীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় ধর্ষক। এতে ধর্ষিতার মুখ ও হাত পুড়ে যায়।এ সময় তিনি ধর্ষককে আগুনের মধ্যে টেনে নেন। এতে ওই ব্যক্তির শরীরেও আগুন ধরে যায়। পরে হাসপাতালে নেওয়া হলে ধর্ষকের মৃত্যু হয়।
সূত্র: এএফপি