মাঝ আকাশে ‘থুতু’ ফেলতে বিমানের ইমার্জেন্সি গেট খোলার চেষ্টা!
দৈনিক সিলেট ডট কম
নিউজ ডেস্ক:: মাঝ আকাশে ‘থুতু’ ফেলতে বাংলাদেশি বিমানের ইমার্জেন্সি গেট খোলার চেষ্টা করেছেন এক যাত্রী। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে ওমানগামী রিজেন্ট এয়ারের বোয়িং-৭৩৭ বিমানে। ঘটনাটির একটি ভিডিও বাংলাদেশ এভিয়েশন হাব তাদের ফেসবুকে প্রকাশ করেছে।
জানা গেছে, রিজেন্ট এয়ারের ওই বিমানটি ওমানের রাজধানী মাসকটে যাচ্ছিল। বিমানটি আকাশে থাকা অবস্থাতেই ওই যাত্রী বাইরে থুতু ফেলতে বিমানটির ইমারজেন্সি গেট খোলার চেষ্টা করেন।পাশের যাত্রীরাসহ কেবিন ক্রু-রা বারবার চেষ্টা করেও তাকে থামাতে ব্যর্থ হন। নিষেধ করার পরও এই যাত্রী বলেন, তিনি থুতু ফেলতে চান। শেষ পর্যন্ত বিমানটির পাইলট এসে তাকে থামান।