৯ মিনিটে ৬ শিশুর জন্ম দিলেন এক মার্কিন নারী
দৈনিক সিলেট ডট কম
আন্তর্জাতিক ডেস্ক:: নয় মিনিটে ছয়টি শিশুর জন্ম দিলেন এক মার্কিন নারী।যুক্তরাষ্ট্রের টেক্সাসের দ্য উওম্যান হসপিটালে এ শিশুগুলোর জন্ম দিয়েছেন এই নারী।তিনি দু’ জোড়া যমজ পুত্র সন্তান ও এক জোড়া কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।শনিবার ভোর ৪ টা ৫০ মিনিট থেকে ভোর ৪টা ৫৯ মিনিটের মধ্যে শিশুগুলোর জন্ম দিয়েছেন থেলমা চিয়াকা নামের ওই নারী।শিশুগুলোরর ওজন ৮০ গ্রাম থেকে ১ কিলো ৫০০ গ্রামের মধ্যে।
হাসপাতালের তরফে একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে,এখনও পর্যন্ত ছয়টি শিশুই সুস্থ রয়েছে।তবে তাদের প্রত্যেককেই অ্যাডভান্সড নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।চিকিৎসকরা শিশুগুলোর ওজনের কারণেই তাদের পর্যবেক্ষণে রেখেছেন।দুটি মেয়ের নাম রেখেছেন জিনা ও জুরিয়েল। তবে চারটি পুত্র সন্তানের নাম এখনো ঠিক করা হয়নি।