এ্যাপোলো হসপিটালস্ ব্লাড কান্সার সারভাইবরদের নিয়ে পেশেন্ট ফোরাম অনুষ্ঠিত
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডটকম: এ্যাপোলো হসপিটালস্ ঢাকার অডিটোরিয়ামে ব্লাড কান্সার সারভাইবরদের নিয়ে পেশেন্ট ফোরামের আয়োজন করা হয়।শনিবার অনুষ্ঠিত এই পেশেন্ট ফোরামে অটোলোগাস ও অ্যালোজেনিক বোনম্যারো ট্রান্সপ্লান্ট ও কেমোথেরাপীর মাধ্যমে সুস্থ হয়ে উঠা বিভিন্ন রোগীরা তাদের অভিজ্ঞতার কথা জানান। উক্ত পেশেন্ট ফোরামে কী নোট স্পীকার হিসাবে উপস্থিত ছিলেন এ্যাপোলো হসপিটালস্ ঢাকার হেমাটোলজি এন্ড স্টেম সেল ট্্রান্সপ্লান্ট বিভাগের কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ। অনুষ্ঠানের শুরুতে ডাঃ আরিফ মাহমুদ, সিনিয়র জেনারেল ম্যানেজার, মেডিকেল সার্ভিসেস, হেমাটোলজি এন্ড স্টেম সেল ট্্রান্সপ্লান্ট বিভাগ সহ হসপিটালের বিভিন্ন সার্ভিস নিয়ে কথা বলেন। ডাঃ আবু জাফর মোহাম্মদ সালেহ জানান বেসরকারী পর্যায়ে এ্যাপোলো হসপিটালস্ ঢাকাই সর্বপ্্রথম বোনম্যারো ট্রান্সপ্লান্ট চালু করেছে এবং মাইলোমা, লম্ফিোমা, লউিকমেয়িা রোগীদের অটোলোগ্যাস পদ্ধতিতে বোনম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসা দি”্ছে যার সফলতার হার প্্রায় শতভাগ।
বেসরকারী হাসপাতাল এর মধ্যে একমাএ এ্যাপোলো হসপিটালস্ ঢাকা-ই বর্হিবিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম খরচে রোগীদের বোনম্যারো ট্রান্সপ্লান্ট সুবিধা দিচ্ছে। সেমিনার শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন এ্যাপোলো হসপিটালস্ ঢাকা, বিজনেস ডেভেলোপমেন্ট এর জেনারেল ম্যানেজার মিঃ আখতার জামিল আহমেদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এ্যাপোলো হসপিটালস্ ঢাকা’র বিভিন্ন বিভাগের ডাক্তারবৃন্দ এবং উচ্চপর্যায়ের অন্যান্য ব্যক্তি।