ফের ভারতীয় দক্ষিণী সিনেমার কাছে বলিউডের হার
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : বলিউড নাকি ভারতীয় দক্ষিণী সিনেমা এগিয়ে— এই বিতর্ক বেশ কিছুদিন ধরেই চলছে। সেই বিতর্কে ঘি ঢালছে হিন্দি সিনেমার একের পর এক ভরাডুবি ও দক্ষিণী সিনেমার বক্স অফিস সাফল্য।
সম্প্রতি আমির খানের ‘লাল সিং চাড্ডা’, অক্ষয় কুমারের ‘রক্ষা বন্ধন’ ও তাপসী পান্নু অভিনীত ‘দোবারা’ মুক্তি পেয়েছে। কিন্তু এগুলোর পরিবর্তে নাকি তামিল ভাষার ‘কার্তিকেয়া টু’ সিনেমার প্রতিই বেশি আগ্রহ দেখাচ্ছেন দর্শক।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মুক্তির দ্বিতীয় সপ্তাহে এসেও বক্স অফিসে ২ কোটি রুপি আয় করেছে ‘কার্তিকেয়া টু’ সিনেমার হিন্দি সংস্করণ। প্রথম সপ্তাহে সিনেমাটির আয় ৪৮ কোটি রুপি। দ্বিতীয় সপ্তাহে এখন পর্যন্ত সিনেমাটির আয় ৮.২১ কোটি রুপি। এছাড়া তামিল সিনেমাটি তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রেদেশে প্রথম সপ্তাহে আয় করেন ২৯.৫৫ আর ১৮.৬৯ কোটি রুপি।
সিনেমা ও বক্স অফিস বিশ্লেষক তরন আদর্শ মাইক্রোব্লগিং সাইট টুইটারে জানিয়েছেন, শুক্রবার (১৯ আগস্ট) ‘লাল সিং চাড্ডা’ ও ‘রক্ষা বন্ধন’ সিনেমার চেয়ে দর্শকরা ‘কার্তিকেয়া টু’ বেছে নিয়েছেন। এদিন ২.৮৬ কোটি রুপি আয় করেছে। ‘লাল সিং চাড্ডা’ ১.৬৪ কোটি ও ‘রক্ষা বন্ধন’ ১.৩০ কোটি আয় করে। অপরদিকে শুক্রবার মুক্তি পাওয়া ‘দোবারা’ প্রথম দিনে আয় করেছে ৭৫ লাখ রুপি।
প্রথম সপ্তাহ শেষে ‘লাল সিং চাড্ডা’ সিনেমার আয় ৫০.৩৫ কোটি রুপি। অন্যদিকে, ‘রক্ষা বন্ধন’ সিনেমার প্রথম সপ্তাহের আয় ৩৭.৬০ কোটি রুপি।