শিল্পার স্বামী পর্নোগ্রাফি মামলা থেকে অব্যাহতি চান
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেটডেস্ক: স্বামীর পর্নোকাণ্ডে সম্মান খুইয়েছেন শিল্পা শেঠি। আদালতের দ্বারে দ্বারেও ঘুরে বেড়াতে হয়েছে স্বামীকে ছাড়াতে। দীর্ঘদিন কারাভোগের পর বলিউড নায়িকার স্বামী জামিনে মুক্তি পেয়েছেন।
এ নিয়ে তাদের দাম্পত্য জীবনে বড় ঝড় বয়ে গেছে। সব পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফেরার প্রত্যয় দুজনের।
মামলার ঝুটজামেলা থেকে রেহাই পেতে চান শিল্পা। তাই পর্নোগ্রাফি মামলা থেকে অব্যাহতি পেতে তার স্বামী আবেদন করেছেন আদালতে।
গত বছর জুলাই মাসে এক নারীর অভিযোগের ওপর ভিত্তি করে রাজ এবং সঙ্গীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। এর পরেই গ্রেফতার হন রাজ কুন্দ্রা। গ্রেফতার হওয়ার পর তার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনেন শার্লিন চোপড়া, পুনম পাণ্ডের মতো অভিনেত্রীরা।
রাজের বিরুদ্ধে অভিযোগ তিনি পর্নো তৈরি ও তা ছড়িয়ে দিতেন।
সেই মামলা থেকে রাজের অব্যাহতি চেয়ে ২০ জুলাই রাজের আইনজীবী প্রশান্ত পাটিল আদালতে আবেদন জমা দিয়েছিলেন। গত বুধবার বিষয়টি প্রকাশ্যে আসে।
সেই আবেদনে বলা হয়েছে, রাজের বিরুদ্ধে যে অন্যায়ের অভিযোগ, তার মাধ্যমে তিনি আর্থিক বা অন্য কোনো সুবিধা নেননি। পুলিশও তেমন কোনো প্রমাণ পায়নি। রাজের যে অপরাধ করার অভিপ্রায় ছিল, প্রসিকিউশনের পক্ষ থেকেও এমন কোনো অভিযোগ আনা হয়নি।
জামিন পাওয়ার একটি বিবৃতি জারি করেছিলেন রাজ। তার দাবি, তিনি কোনও পর্ন ছবি তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার সঙ্গে যুক্ত ছিলেন না। তাই লজ্জায় মুখ ঢাকতে রাজি নন তিনি।