সিলেট আইডল প্রতিযোগিতার মেয়াদ বাড়ছে ১০ দিন
দৈনিক সিলেট ডট কম
দৈনিকসিলেট ডেস্ক : সিলেট আইডল ২০২২ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যারা ইচ্ছুক তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে আবেদন করুন-অথবা চাইলে আমাদের কাছ থেকে ফরম সংগ্রহ করে ফিলাপ করে আমাদের কাছে জমা দিতে পারেন। জমাদানের শেষ তারিখ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু আবেদনকারীদের সহযোগীতার কর্তৃপক্ষ আরও ১০ দিন মেয়াদ বাড়িয়েছে।
বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রতিনিধি প্রধান ও দক্ষ সংগঠক কামাল আহমদ দূর্জয়। এই নাম্বারে ০১৭৪২-১০৫৭৫০ সরাসরি যোগাযোগ করবেন।
সিলেট আইডল ২০২২ প্রতিযোগিতায় অংশগ্রহণ শুধুমাত্র সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। https://meemtvusa.com/online এই ওয়েবসাইট প্রবেশ করে নিবন্ধন করতে পারবেন।