বিরাট কোহলি-রোহিত টি-টোয়েন্টিতে আর চলে না: করিম
দৈনিকসিলেট ডেস্ক :
ক্রিকেট বিশ্বের বর্তমান সময়ের অন্যতম সেরা দুই তারকা হলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। ভারতের সাবেক এবং বর্তমান অধিনায়ককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন সাবা করিম।
চলতি আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন রাজস্থান রয়েলসের ২১ বছর বয়সী তরুণ ওপেনার যাশাসবি জয়সওয়াল। গত বৃহস্পতিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আইপিএল ইতিহাসে ১৩ বলে ফিফটির রেকর্ড গড়েন তিনি।
এদিন ৪৭ বলে ১২টি চার আর ৫টি ছক্কার সাহায্যে ৯৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয় উপহার দেন জসওয়াল। আইপিএলের চলতি আসরে ১২ ম্যাচে ৫৭৫ রান করে দ্বিতীয় পজিশনে রয়েছেন তিনি। তার চেয়ে মাত্র ১ রান বেশি করে শীর্ষে আছেন রয়েল চ্যালেঞ্চার্স বেঙ্গালুরুর অধিনায়ক ফাফ ডু প্লেসি।
রাজস্থানের তরুন তারকা ওপেনার জসওয়ালের ভুয়সী প্রশংসা করে ভারতীয় ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক সাবা করিম একটি টুইট করেছেন।
সেই টুইটে জসওয়াল লেখেন, জসওয়ালের ব্যাটিং দেখলেই স্পষ্ট বুঝা যায়, রোহিত শর্মা ও বিরাট কোহলির ব্যাটিং টি-টোয়েন্টিতে আর চলে না।
সেই টুইটটি ভারতীয় কিংবদন্তি ক্রিকেোর অনিল কুম্বলে, ধারাভাষ্যকার হার্ষা ভোগলেকে ট্যাগ করেন সাবা করিম।