আরিফের নিরাপত্তায় থাকা আনসার সদস্য প্রত্যাহার
দৈনিকসিলেট ডেস্ক :
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা ও ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে তাদের প্রত্যাহার করে নেয় সিলেট জেলা আনসার ও ভিডিপি কার্যালয়।
জানা যায়, নির্দিষ্ট মাসিক ফিতে পাঁচ বছর আগে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে ২৩ জন আনসার সদস্যকে নিয়োগ দেয় সিটি করপোরেশন। এর মধ্যে পাঁচজন আনসার সদস্য মেয়রের ব্যক্তিগত ও তার বাসার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করে আসছিলেন।
সিটি নির্বাচন সামনে রেখে হয়রানি করতেই উদ্দেশ্যমূলকভাবে এটা করা হয়েছে বলে দাবি মেয়র আরিফের। তিনি বলেন, ‘আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি টানা দুই দফায় মেয়র নির্বাচিত হয়েছি। প্রথম দফায় সরকার দুজন গানম্যান আমার নিরাপত্তায় নিয়োগ দিলেও পরের দফা দেয়নি। অথচ নিয়ম অনুযায়ী আমার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সরকারের। দেশের অন্য মেয়রেরা এই সুবিধা পেলেও আমি বঞ্চিত।’
তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশনের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ নীতিমালা মেনে নির্দিষ্ট মাসোহারার বিনিময়ে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাধ্যমে সিটি কর্তৃপক্ষ আনসার সদস্যদের নিয়োগ দেয়। নিয়োগের পর থেকে পাঁচ জন আনসার সদস্য আমার ব্যক্তিগত ও বাসার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। কিন্তু কোনো নোটিশ ছাড়াই মঙ্গলবার রাতে আমার নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে।’
এ বিষয়ে আনসার ও ভিডিপির সিলেট জেলার কমান্ড্যান্ট আলী রেজা রাব্বি বলেন, সিটি করপোরেশনের আবেদনে নগর ভবনের নিরাপত্তা দিতে আনসার নিয়েছিল। কিন্তু এর মধ্যে পাঁচ জন আনসার সদস্য মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা ও তার বাসভবনে দায়িত্ব পালন করছিলেন। বাসা বা ব্যক্তিগত নিরাপত্তার জন্য আনসার নেওয়া যায় না। আমি সম্প্রতি এখানে যোগ দিয়েছি। এরপর বিষয়টি জানতে পেরে তাদের প্রত্যাহার করে নিয়ে এসেছি। তবে এখন এসব আনসার সদস্য শুধু নগর ভবনের দায়িত্ব পালন করবেন।’