সেবা বাড়ানোর প্রত্যয়ে গাজিপুর ইউনিয়নে সেবা ক্যাম্প উদ্বোধন
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
ভূমি সেবা ডিজিটাল বদলে যাচ্ছে দিনকাল এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দিতে এবং ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার প্রত্যয় নিয়ে নাগরিক সেবাকে সহজ ও দ্রুত নিষ্পত্তি করার লক্ষে চুনারুঘাটে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ শুরু হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৫ মে ) দুপুরে চুনারুঘাট সীমান্ত এলাকার গাজিপুর ইউনিয়নের ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে সেবা ক্যাম্প উদ্বোধন করেন- সহকারী কমিশনার( ভূমি) আফিয়া আমিন পাপ্পা। উদ্বোধনে জানানো হয়, সেবা সপ্তাহে অনলাইনে হোল্ডিং আপলোড কার্যক্রম, ই-নামজারির আবেদন গ্রহণ, অর্পিত সম্পত্তির লীজমানি আদায়, খতিয়ানের সার্টিফাইড কপির আবেদন গ্রহণ করা হবে। তাই জনসাধারণকে স্বতস্ফুর্তভাবে সেবা গ্রহণের জন্য আহবান করা হয়। পরে উপজেলার গাজিপুর ইউনিয়নের সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মল চন্দ্র দেব মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত ইউএনও) আফিয়া আমিন পাপ্পা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চৌধুরী সুয়েব, গাজিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মো: জালাল খান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আব্দুস ছালাম, ও মাইনুল ইসলাম, ইউপি সদস্য আব্দুল হাসিম সহ আরো অনেকেই। সভায় স্থানীয় নারী পুরুষ প্রায় দুই শতাধিক সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন । সহকারি কমিশনার (ভূমি) আফিয়া আমিন পাপ্পা জানান, স্বচ্ছতা, জবাবদিহিতা ও ভূমি সম্পর্কিত জ্ঞান অর্জনের ক্ষেত্রে লক্ষণীয় ভূমিকা পালন করে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাক্রমে আমরা মাঠ পর্যায়ে ভূমি সেবা সহজীকরণ এবং ভূমি সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌছে দেয়া ও ডিজিটাল ভূমি সেবাসমূহে জনগনকে উদ্বুদ্ধ করণ এবং ডিজিটালাইজড করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।