৩০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ :
হবিগঞ্জের চুনারুঘাটে আড়াই বস্তা ৩০কেজি গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে চুনারুঘাট থানা পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি গ্রামের মৃত আনছব আলীর পুত্র ফারুক (৫৫) ও তার স্ত্রী মানোয়ার (৫০) ।
গ্রেপ্তারকৃতদের শুক্রবার (২৬মে) দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (২৫মে) রাত ১১টায় থানার অফিসার ইনচার্জ ওসি রাশেদুল হক এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কালিশিরি গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।
চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আহম্মদাবাদ ইউনিয়নের কালিশিরি ফারুক মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের বাঁশের সিলিংয়ে রাখা আড়াই বস্তা গাঁজা (৩০কেজি) পাওয়া গেলে বাড়ির মালিক ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে র্যাব ৯ এর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার নতুনব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ২০কেজি গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করেন। পরে আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে ৷ আটককৃতরা হলেন: চুনারুঘাট পৌর শহরের চন্দনা এলাকার মোহাম্মদ আলীর পুত্র পাভেল (২৫) ও তার সহযোগী চন্দনা প্রকাশ ধলাইপাড় এলাকার ইউনুছ আলীর পুত্র কাউসার (২৪)। এ তথ্য নিশ্চিত করেন র্যাব ৯ এর মিডিয়া অফিসার।