স্কুলে মাসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কর্মশালা
নুর উদ্দিন সুমন, হবিগঞ্জ
আর্থপিডিয়া গ্লোবাল এবং সুকর্মা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বিশ্ব মাসিক সচেতনতা দিবস উপলক্ষে মাসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ জুন) বিকেল ৪ টায় চুনারুঘাট উপজেলার সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়ে মাসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত। দুই ঘন্টা ব্যাপী আয়োজিত কর্মশালায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদির এর সভাপতিত্ব করেন এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আর্থপিডিয়া গে¬াবলের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা নাজনীন আহমদ সিলভী। প্রধান আলোচক সুকর্মা ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ সোহানা। মূলত স্কুলের মেয়েরা মাসিক চলাকালে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালা ।
বিশেষ করে নি¤œ আয়ের লোকজন মাসিক চলাকালে পরিচ্ছন্ন থাকতে যেসব সামগ্রী প্রয়োজন হয়, দামের কারণে সেগুলোর প্রাপ্যতা সীমিত থাকে। আবার সামাজিক নানা রীতিনীতির কারণে সবসময় তারা সেগুলো ব্যবহারও করতে পারে না। এসবের পাশাপাশি মাসিক নিয়ে খোলামেলা আলোচনা এবং যথাযথ শিক্ষারও অভাব রয়েছে। মাসিক সচেতনতা দিবস উপলক্ষে মাসিকের সময় পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার গুরুত্ব সম্পর্কে প্রকাশ্যে আলোচনা হয়। সমাজকর্মী প্রধান অতিথি সৈয়দা নাজনীন আহমেদ সিলভী জানান, এখনো নারীর জীবনের নিয়মিত এ বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা হয় না। এমনকি প্রকাশ্যে দোকান থেকে মাসিকের সময় ব্যবহূত স্যানিটারি ন্যাপকিন কিনতেও স্বস্তিবোধ করেন না বেশির ভাগ নারী। স্কুল-কলেজের শিক্ষার্থীদের এ বিড়ম্বনায় সবচেয়ে বেশি পড়তে হয়। ক্লাস চলাকালে হুট করে মাসিক শুরু হলে নিজের কাছে যদি স্যানিটারি ন্যাপকিন না থাকে তাহলে বিপদে পড়ে যায় তারা।
স্কুলের অধিকাংশ নারীর মধ্যে আছে পিরিয়ডের সময় কাপড় ব্যবহারের মতো অস্বাস্থ্যকর বিষয় নিয়ে সচেতনতার অভাব। স্কুল ছাত্রীদের এ সমস্যা সমাধানে আর্থপিডিয়া গে¬াবালের উদ্যোগে স্কুলে একটি মাসিক সুরক্ষা ব্যাংক হস্তান্তর করেন সৈয়দা নাজনীন আহমেদ সিলভী । যা স্কুল ছাত্রীদের পিরিয়ড স্বাস্থ্যসচেতনতা বাড়াতে অগ্রগামী ভূমিকা রাখবে । সংশ্লিষ্টদের তথ্য মতে দেশে বিগত বছরগুলো থেকে এই বছরে মাসিক চলাকালীন সময় শিক্ষার্থীদের অনুপস্থিতির হার বেড়ে গেছে। এই সমস্যার সমাধানের জন্য আর্থপিডিয়া গে¬াবাল এ ধরনের কর্মসূচি ও প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে। তাদের দাবী এই কাজগুলোর সাথে যেন সবাই সংযুক্ত হন এবং সহযোগিতা করেন।