শাবিতে `সোজিওলজি ফুটবল এনকাউন্টার’র ফাইনাল সম্পন্ন

শাবিপ্রবি প্রতিনিধি
শাবিতে `সোজিওলজি ফুটবল এনকাউন্টার’র ফাইনাল সম্পন্ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে ‘সোজিওলজি ফুটবল এনকাউন্টার’র ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। রবিবার (৪ জুন) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে দ্যা ডিকটেটর, এফসি শ্যুটার- ৭, ইলাস্ট্রেট ২৬ এবং রেকলেস ২৭ মোট ৪ টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে এফসি শ্যুটার- ৭ এর মুখোমুখি হয় দ্যা ডিকটেটর। এতে নির্ধারিত সময়ে ১-১ গোলে খেলা ড্র হলে পরবর্তীতে এফসি শ্যুটার- ৭ কে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দ্যা ডিকটেটর। ফাইনাল খেলায় প্লেয়ার অব দ্যা ম্যাচ হিসেবে রেজাউল হক সিজার ও বেস্ট অব দ্যা গোলকিপার হিসেবে মুন্সি মঈন আলী নির্বাচিত হয়েছেন।