গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, হতাহত অনেক
গোলাপগঞ্জ প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। মঙ্গলবার (১৩ জুন) দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের তের মাইল নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জকিগঞ্জ থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি বাস (সিলেট-জ-১১০৫৮৪) উপজেলার তের মাইল নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় তাৎক্ষণিক স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, প্রায় ১৫ জনের মত যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে সাত জনের অবস্থা কিছুটা আশংকাজনক।
গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক জামাল আহমদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে এসে কোন আহত যাত্রী পায়নি এর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছেন। কয়জন আহত হয়েছেন তার সংখ্যা এখন সঠিক বলা যাচ্ছেনা বলেও জানান তিনি।