গ্রিস উপকূলে নৌকাডুবে ৫৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

দৈনিকসিলেট ডেস্ক :
গ্রিসের দক্ষিণ উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৫৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
বুধবার দুপুর পর্যন্ত ১০৪ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে কতজন ছিলেন তা জানাতে পারেনি গ্রিক কোস্টগার্ড। এ বছর দেশটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা। খবর দ্য গার্ডিয়ানের
গ্রিক কোস্টগার্ড জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ গ্রিসের পাইলোস শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় নৌকাটি দেখতে পায় ইউরোপীয় সীমান্ত ও কোস্ট গার্ড সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান ও নিকটবর্তী দুটি জাহাজ। এটি ইতালি যাচ্ছিল। এ সময় নৌকার যাত্রীদের সাহায্য করার জন্য কোস্ট গার্ডের একটি নৌযান এগিয়ে যায়। কিন্তু তারা সহযোগিতা প্রত্যাখ্যান করে। কয়েক ঘণ্টা পর নৌকাটি ডুবে যায়। এরপর তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়।