সুমনের মায়ের মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক দলের শোক

দৈনিকসিলেট ডেস্ক :
বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার হোসেন সুমনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৫ জুন) এক শোক বার্তায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ মিফতাহুল কবীর মিফতা ও সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, সরওয়ার হোসেন সুমনের মা একজন ন্যায় পরোপকারী মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে যে ক্ষতিপূরণ হয়েছে সহজে তা পূরন হওয়ার নয়। আল্লাহ মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আমিন।
নেতৃবৃন্দ মরহুমার আত্বার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল ৮ টা ৩০ মিনিটে সরওয়ার হোসেন সুমনের মা তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।