পুরস্কার নিয়েই শুভশ্রীর মুখে সাবেক স্বামীর প্রশংসা!
দৈনিকসিলেট ডেস্ক :
টালিউড পরিচালক রাজ চক্রবর্তীর ঘরনি শুভশ্রী। অন্যদিকে রুক্মিণীর সঙ্গে দেবের প্রেম এখন সবার জানা। তবে একটা সময় টালিউড সুপারস্টার দেবের সঙ্গে সম্পর্ক ছিল শুভশ্রীর, এটা ওপেন সিক্রেট। এখন দুজন দুই মেরুর বাসিন্দা। তাদের একসঙ্গে অভিনয় করতেও দেখা যায় না।
বৈশাখী সন্ধ্যায় এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মঞ্চে দেখা হলো টালিউডের সাবেক জুটি দেব-শুভশ্রীর। দেবই পুরস্কার তুলে দিলেন শুভশ্রীর হাতে। পেশাদারের মতোই পরস্পরের সঙ্গে হাত মেলালেন দুই সাবেক। এরপরই মাইক্রোফোন নিয়ে স্বামীর প্রশংসা করতে থাকেন শুভশ্রী।
‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে শুভশ্রীর অভিনয় নজর কেড়েছে সবার। হইচই-এর এই সিরিজের জন্যই টিভি নাইন বাংলা আয়োজিত পুরস্কার মঞ্চে ওটিটির সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন শুভশ্রী।
পুরস্কার হাতে নিয়ে একরাশ হাসি শুভশ্রীর মুখে। শিফন শাড়িতে ঝলমলে নায়িকা, সঙ্গে স্লিভলেস ব্লাউজ। খোলা চুল আর মানানসই মেকআপে দ্যুতি ছড়ালেন রাজ ঘরনী। পাশে আসমানি নীল শার্ট আর কালো ব্লেজার আর প্যান্টে হাসিমুখে দাঁড়িয়ে দেব। কোনোরকম তিক্ততা নেই, ছিল না বাড়তি আবেগও। পুরস্কার হাতে নিয়ে মাইক ধরলেন শুভশ্রী।
এর পর শুভশ্রী দৃঢ়কণ্ঠে বললেন, সবচেয়ে বেশি যে মানুষটাকে ধন্যবাদ জানাব, তিনি আমার প্রচণ্ড সাপোর্টিভ স্বামী রাজ চক্রবর্তী আর আমার খুব বুঝদার বাচ্চা ইউভানকে। ওদের সমর্থন ছাড়া এই চরিত্র আমি ফুটিয়ে তুলতে পারতাম না। শুভশ্রীর বক্তব্যে ততক্ষণে দর্শকাসনে করতালির ফোয়ারা।
দেব-শুভশ্রীর সম্পর্ক ভেঙেছে, এখন আর বন্ধু নন তারা। তবে একই ইন্ডাস্ট্রিতে কাজ করার সুবাদে সৌজন্যতা বজায় রেখেছেন। সেই সৌজন্যবোধের ঝলক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে। এটা নিয়ে অনুরাগীরা নানা মন্তব্য করেছেন।
শুভশ্রীর ভিডিওতে একজন লেখেন- কোথাও যেন পড়েছিলাম সাবেকের সামনে সাকসেস নিয়ে দাঁড়াতে হয়, ঠিক এভাবেই। একদিন যার হাত ছেড়ে দিয়েছিল আজ তার হাতেই বেস্ট অ্যাওয়ার্ড দিতে হচ্ছে।
অপর একজন লেখেন— দেবকে শুনিয়ে শুনিয়ে বরের নামটা বলল। আরেকজন শুভশ্রীর সাহসিকতাকে কুর্নিশ জানিয়ে লেখেন— যাকে তুমি একদিন ভালোবেসেছিলে তার পাশে দাঁড়িয়ে তুমি যাকে ভালোবাসো তার কথা বলতে সাহস লাগে।