সৌদিতে সিলেটের আকতারসহ ৫ বাংলাদেশির মৃত্যু

খলিল চৌধুরী, সৌদি আরব থেকে :
সৌদি আরবে হজ পালন করতে এসে আরও ৫ বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল রোববার মক্কা ও মদিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। মৃতদের মধ্যে ২ জন পুরুষ ও ৩ জন নারী।
মৃতরা হলেন, মাদারীপুরের বাসিন্দা মো. নাজমুল হাসান, সিলেটের জালালাবাদ থানার টুকের বাজার এলাকার বাসিন্দা আকতার উদ্দিন, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার বাসিন্দা মমতাজ বেগম, চাঁদপুর জেলার বাসিন্দা ওজেফা বেহম ও নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার বাসিন্দা আয়েশা আক্তার।
চলতি বছরের হজ পালন করতে গিয়ে এ পর্যন্ত সৌদি আরবে মক্কায় ৮০ জন, মদিনায় ৫ জন, জেদ্দায় ১ জন, মিনায় ৭ জন, মুজদালিফায় ১ জন ও আরাফায় ২ জন। এমধ্যে ৭২ জন পুরুষ ও ২৪ নারী হাজী মারা গিয়েছেন।