নবীগঞ্জে সড়ক দূর্ঘটনা: প্রাণ গেল বৃদ্ধের

নূরুজ্জামান ফারুকী নবীগঞ্জ প্রতিনিধি
নবীগঞ্জে সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে হবিগঞ্জ নবীগঞ্জ সড়কের ইমাম বাড়ি পুরানগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
অজ্ঞাত পুরুষ যার বয়স আনুমানিক (৬০) বছর বলে ধারণা করছে পুলিশ।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলচ্ছে পুলিশ।
স্থানীয়রা জানান, হবিগঞ্জ নবীগঞ্জ সড়কের ইমাম বাড়ি পুরানগাও এলাকায় দ্রুতগামী একটি সিএনজি অটোরিক্সা ওই বৃদ্ধকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীগঞ্জ থানার (ওসি) ডালিম আহমেদ বলেন, সিএনজি অটোরিক্সার ধাক্কায় এ বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।